Bogura's Digital Marketing Expart Apurbo Akram !

 আমি Apurbo Akram - একজন ডিজিটাল মার্কেটার।


আপনি যদি আপনার যে কোনো ব্যবসার জন্য মার্কেটিং করতে চান ইন্টারনেটে তাইলে আমিই হতে পারি আপনার জন্য সেরা পছন্দ। আমি এই সেক্টরে কাজ করছি গত তিন বছর যাবত। 


আমাদের  Bogura  এর মধ্যে অনেকেই আছে যারা ডিজিটাল  মার্কেটিং হিসাবে নিজেদের দাবি করে কিন্তু তারা নিজেরা কখনো এই সেক্টর এ ক্যারিয়ার গড়ে  তোলেনি। শুধু মাত্র, Facebook Ad  কিংবা SEO   এর ব্যবহার বা কাজ করলেই একজন এক্সপার্ট হয়না। বা কোনো Local Business   কে মার্কেটিং কে SAlES  এনে দিতে পারেন না। 

-সেলস বৃদ্ধি করতে প্রথমেই যা প্রয়োজন তা হলো, অডিয়েন্স কে টার্গেট করা। উদারণঃ Bogura কে  লোকেশন হিসাবে ঠিক করলাম মার্কেটিং করার জন্য। এখন আমাকে বুঝতে হবে যে, বগুড়ার মানুষ জন কেমন, তারা কি ধরনের খাবার খায়, তারা কেমন টাকা আয় করে, কি কি খাতে টাকা ব্যয় করে। অর্থাত তাদের ডেমো গ্রাফি বুঝতে হবে এবং এ নিয়ে  আমাদের রিসার্স করতে হবে। 

আমি অপূর্ব আকরাম, বগুড়ার  ছেলে ( Apurbo Akram, Bogura 5800). বগুড়াতে যে কোনো লোকাল বিজনেস কে উপরে উঠাইতে  মার্কেটিন টাইপ হেল্প করতে প্রস্তুত। আমি প্রতিটি কোম্পানি বা সপ এর জন্য  একজন কন্সালন্টেন্ট হিসাবে কাজ করতে বেশি পছন্দ করবো

 আমাকে ফেসবুক পাবেন Apurbo Akram  লিখে সার্চ করলে।

আমার ফেসবুক পেজ ও একই নামে রয়েছে -apurbo akram 

apurbo akram


PAGE: Apurbo AKram


এছাড়াও আপনাকে YouTube  এ পাবেন। আমি নিয়মিত কন্টেন্ট আপ্লোড করে থাকি। আমার কন্টেন্ট গুলো মূলত মার্কেটিং এবং  ব্যবসাএর সাথে সম্পর্কিত। YouTube চ্যানেলের নামঃ Apurbo Akram 

                                                                                                                                   Nytta tech


বগুড়া তে আমি একমাত্র ডিজিটাল  মার্কেটিং সকল কিছু অফ্লাইনে মিটীং এর মাধ্যমে  করে থাকি। যেখানে মার্কেটিং এর আগে প্রি প্রডাকশন ও করে থাকি। যেমন, ভিডিও সুট, এডিট, পোস্টিং, ছবি বা পোস্টার এডিট। 


ধন্যবাদ সবাইকে। 

Comments

Popular posts from this blog

About me.....